প্রকাশনা বিভাগ

রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের প্রকাশনা বিভাগ থেকে স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টারের সৌজন্যে এবং বোস হাউস ক্যাম্পাসের উদ্যোগে প্রকাশিত হচ্ছে গবেষণাধর্মী একাধিক মূল্যবান গ্রন্থ। এর পাশাপাশি এই ক্যাম্পাসের উদ্যোগে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিদ্যামন্দিরের প্রথম ইংরেজি ক্যালেন্ডার Calendar 2025। আগামী দিনে ছাত্র-ছাত্রীদের তৈরি হস্তশিল্পের নানান উপকরণ এখান থেকে পাওয়া যাবে। যা শুধু তাদের সৃজনশীল করবে তাই নয়, সাথে সাথে তাদের স্বনির্ভর হতেও প্রেরণা যোগাবে।



To Get a Copy
1 . Ramakrishna Mission Vidyamandira, Belur Math, Howrah 711202. Contact - 033-2654 9181/9632
2. Ramakrishna Mission Vidyamandira (Bose House Campus), Rishra, Hoogly 712248, Contact -9330353357