প্রশিক্ষণার্থীদের জন্য পালনীয় আচরণবিধি

প্রতিষ্ঠানে আগত প্রশিক্ষার্থীদের এই নির্দিষ্ট আচরণবিধিগুলি মেনে চলতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এই আচরণবিধির মুখ্য উদ্দেশ্য হল, শিক্ষার্থীদের সম্ভাবনাকে সুশৃঙ্খলভাবে বিকশিত করতে সাহায্য করা, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি সুস্থ সম্পর্ক গড়ে তোলা এবং অধ্যয়নের জন্য অপরিহার্য একটি শান্তিপূর্ণ শিক্ষাগত পরিবেশ বজায় রাখা। প্রশিক্ষনার্থীদের ঐকান্তিক আন্তরিকতায় এ আচরণবিধি শিক্ষার্থীর সার্বিক উৎকর্ষ সাধনের উপযোগী পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে।

  1. নির্ধারিত সময়ে ক্লাসে অংশগ্রহণ একান্ত আবশ্যক।
  2. ক্লাসে প্রবেশের আগে সঙ্গে থাকা মোবাইল ফোনটিকে নিষ্ক্রিয় (Silent) করা বাধ্যতামূলক।
  3. কোর্স সংক্রান্ত বিষয় এবং ক্যাম্পাসের অন্যান্য কর্মকাণ্ড সম্পর্কে জানার জন্য শিক্ষার্থীদের নোটিশ বোর্ড, ক্যাম্পাসের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে ভালোভাবে নজর রাখতে হবে।
  4. ইন্ডাস্ট্রি ভিজিট, ইন্টার্নশিপ অথবা ক্যাম্পাসিং এর সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে, শিক্ষার্থীর আচরণ যেন প্রতিষ্ঠানের ভাব ও নৈতিক মানের সমৃদ্ধিতে সহায়ক হয়।
  5. এটি প্রত্যাশিত যে, ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীরা এমন পোশাক ব্যবহার করবেন, যা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ভাব, রুচি ও নৈতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ।
  6. ক্যাম্পাসে ক্যামেরা বা অন্য কোন বৈদ্যুতিক গেজেটের ব্যবহার সম্পূর্ণভাবে অনুমতি সাপেক্ষ। অন্যথায় সেটি বাজেয়াপ্ত করা হবে।
  7. এই ক্যাম্পাস একটি সম্পূর্ণ ধূমপান মুক্ত অঞ্চল। এর অন্যথা হলে প্রতিষ্ঠান উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।
  8. ক্যাম্পাসের মধ্যে কোন ধরনের নেশার দ্রব্য ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ। প্রতিষ্ঠান যেকোনো সময়ে যে কোন শিক্ষার্থীর সঙ্গে থাকা ব্যক্তিগত সম্পত্তি অনুসন্ধান করার অধিকার রাখে। এ ধরনের অনুসন্ধানে কোন অবাঞ্ছিত দ্রব্য পাওয়া গেলে, প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।
  9. যেকোন ধরনের 'প্রাতিষ্ঠানিক আচরণবিধি' ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে, প্রতিষ্ঠান উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। প্রয়োজনে শিক্ষার্থীর আসনটি বাতিল হিসাবে ধার্য হবে।
  10. কোর্স শেষ হওয়ার পর শংসাপত্র পাওয়ার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে শিক্ষার্থীকে নিম্নোক্ত নির্ণায়কগুলি পূরণ করতে হবে -
    1. ন্যূনতম ৮০% উপস্থিতি একান্ত আবশ্যক।
    2. আচরণবিধি সংক্রান্ত ক্ষেত্রে শিক্ষার্থীর সম্পর্কে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত ইতিবাচক হতে হবে।
    3. কোর্স ফিস সংক্রান্ত কোনো অর্থ বকেয়া থাকলে পরীক্ষায় বসার আগে তা মিটিয়ে দিতে হবে।
  11. কোর্স সংক্রান্ত ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
  12. শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য প্রথাগত পাঠক্রমিক কার্যকলাপের বাইরেও বছরের বিভিন্ন সময় ক্যাম্পাসে আয়োজিত সহপাঠক্রমিক কার্যকলাপে শিক্ষার্থী অংশগ্রহণ করবেন, এটি প্রত্যাশিত। শিক্ষার্থীর সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রটি এর দ্বারা প্রভাবিত হতে পারে।

ঐতিহ্যবাহী এই ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা, পরিচ্ছন্নতা, শান্তভাব, শালীনতা ও পবিত্রতা বজায় রাখা শিক্ষার্থীর দায়িত্ব ।