নন্দলাল বোস আর্ট এক্সিবিশন হল

আধুনিক ভারতীয় শিল্পকলার অন্যতম রূপকার শিল্পাচার্য নন্দলাল বসু। উনবিংশ শতাব্দীর স্বদেশী শিল্প আন্দোলনের অন্যতম পথিকৃৎ তিনি। ভগিনী নিবেদিতার স্নেহধন্য নন্দলাল বসুর শিল্পচিন্তায় রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শের গভীর প্রভাব লক্ষ্য করা যায়। বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ মন্দিরের স্থাপত্যশৈলীর অলংকরণে তাঁর অবিস্মরণীয় কীর্তি উত্তরকালের শিল্প সাধকদের প্রেরণা হয়ে আছে।

তাঁর নামাঙ্কিত রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বোস হাউস ক্যাম্পাসের এই প্রদর্শনী কক্ষে থাকছে বর্তমান সময়ের প্রথিতযশা কিছু শিল্পী, যাঁরা ভারতবর্ষীয় শিল্পরীতির ঐতিহ্যকে অনুসরণ করে নিজেদের নিরন্তর শিল্পসাধনার ধারাকে অব্যহত রেখেছেন, তাঁদের করা কিছু কাজ এবং নতুন প্রজন্মের ভাবী শিল্পীদের কিছু শিল্পকর্ম।