কর্মরত সকলকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ভাবগত ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণ পেশাদারিত্বের বিকাশের বিষয়ে সহায়ক আচরণবিধি পালনের বিষয়ে বিশেষভাবে অবহিত করা।
- এই আচরণবিধি পালনের মাধ্যমে উচ্চশিক্ষার এ প্রতিষ্ঠানে এমন এক সুচারু পরিবেশ গড়ে তোলা, যা সহানুভূতিশীল সেবার অনুভূতিতে ঋদ্ধ।
- এই আচরণবিধির অন্যতম লক্ষ্য হল, শিক্ষাদান ও গ্রহণের ক্ষেত্রে এমন এক সহজ ও আন্তরিক পরিবেশ গড়ে তোলা, যা শিক্ষার্থীর সার্বিক উৎকর্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক।
- এই আচরণবিধি প্রত্যাশা রাখে, এই প্রতিষ্ঠানের সকল অংশীদার পেশাদারিত্বের ক্ষেত্রে পারস্পরিক সুস্থ সহযোগিতাপূর্ণ সুসম্পর্কের মনোভাব পোষণ করবে। প্রাতিষ্ঠানিক ঐতিহ্যের কথা স্মরণে রেখে যে কোনরকমের অবাঞ্চিত পরিস্থিতির সমাধানে কোনরূপ অসৌজন্যের আশ্রয় না নিয়ে, আন্তরিকতা ও ঐকান্তিক আলোচনাকেই প্রধান অবলম্বন রূপে গ্রহণ করবে।
- এই আচরণবিধি অনুসারে এই প্রতিষ্ঠানের সকল অংশীদার মানবতার সেবার দীর্ঘ ঐতিহ্যকে সসম্মানে সমুন্নত রাখবে, যা এই প্রতিষ্ঠানের প্রধান ভিত্তি।
এই আচরণবিধি সকল অংশীদারের জন্য প্রযোজ্য এবং প্রতিষ্ঠানে প্রবেশকারী সকল নবাগতের জন্য এটি অপরিহার্য পাঠ হিসেবে বিবেচিত হবে।