অনুদান

রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বোস হাউস ক্যাম্পাসে শুরু হওয়া শিক্ষা ও সংস্কৃতি মূলক কর্মসূচির পরিচালনা, পরিকাঠামগত উন্নয়ন এবং সেবাকার্য সহ সামগ্রিক উন্নয়নের কাজে আপনি আপনার আর্থিক অনুদান পাঠাতে পারেন। এই অনুদান আপনি আপনার কোন প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যেও উৎসর্গ করতে পারেন। উল্লেখ্য প্রেরিত সকল অনুদান ১৯৬১ আয়কর আইনের 80G ধারার অধীনে আয়কর থেকে ছাড়যোগ্য।

আয়কর ছাড়ের সুবিধা পেতে করদাতার বিবরণ অনুসারে সঠিক প্যান নম্বরের বিবরণ দিন।