স্বামী প্রভানন্দ রিসার্চ আর্কাইভ

স্বামী প্রভানন্দজী (১৯৩১১-২০২৩) মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ-সংঘাধ্যক্ষ। রামকৃষ্ণ-বিবেকানন্দ সাহিত্যে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। দর্শনশাস্ত্রে সুপণ্ডিত পূজনীয় মহারাজ জীবনের একটি পর্বে এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন।

তাঁর পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যামন্দিরের ইতিহাসসংক্রান্ত প্রাচীন নথি এবং হেরিটেজ রিসার্চ গ্যালারির জন্য স্টেট আর্কাইভ সহ বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত গবেষণামূলক গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি (ডিজিটাল ও মুদ্রিত) সংরক্ষণের উদ্দেশ্যে কলেজের প্রাক্তনী সংসদের উদ্যোগে গড়ে উঠেছে এই সংরক্ষণাগার।