স্বামী প্রমেয়ানন্দ রিসার্চ লাইব্রেরি

স্বামী প্রমেয়ানন্দজী (১৯৩৩ - ২০১১) মহারাজ ছিলেন রামকৃষ্ণ সংঘের অন্যতম সহ-সঙ্ঘাধ্যক্ষ। ভারতীয় শাস্ত্র ও সংস্কৃতি বিষয়ে সুপণ্ডিত পূজনীয় মহারাজ বিদ্যামন্দিরের অগণিত ছাত্রকে স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ অনুসরণ করতে উদ্বুদ্ধ করেছেন।

তাঁর পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বোস হাউস ক্যাম্পাসে আগত প্রশিক্ষণার্থী, শিক্ষক, গবেষক ও শিক্ষাকর্মীদের সুবিধার্থে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবানুরাগী ভক্তদের উদ্যোগে গড়ে উঠেছে এই গবেষণা গ্রন্থাগার।