রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, আধ্যাত্মিক প্রতিষ্ঠান, যা একশ বছরেরও বেশি সময় ধরে মানবকল্যাণ ও সমাজসেবামূলক বিবিধ কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। ত্যাগ ও সেবার আদর্শে অনুপ্রাণিত মঠ ও মিশনের সন্ন্যাসী এবং গৃহী ভক্তরা কোনোপ্রকার জাতিধর্মবর্ণভেদ না করে লক্ষ লক্ষ নর, নারী ও শিশুদের জীবন্ত ঈশ্বরজ্ঞানে সেবা করে চলেছেন।