রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের NSS বিভাগটি প্রথাগতভাবে ১৯৭০ সালের জুন থেকে কাজ শুরু করে। যদিও তার বহুপূর্বে বলা যেতে পারে, প্রতিষ্ঠার একেবারে সূচনালগ্ন থেকেই এই কলেজ মিশনের ভাবাদর্শ অনুযায়ী ছাত্রদের সেবার আদর্শে উদ্বুদ্ধ করে আসছে। পরিবেশগত পরিচ্ছন্নতা, নিরক্ষরদের জন্য সাক্ষরতা কেন্দ্র পরিচালনা, এলাকার দরিদ্র স্কুলছাত্রদের জন্য ফ্রি কোচিং ক্লাস, ত্রাণ বন্টন, বৃক্ষরোপণ এগুলি তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য।
বোস হাউস ক্যাম্পাস গড়ে ওঠার পর প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক, শিক্ষাকর্মী এবং স্থানীয় উৎসাহী স্বেচ্ছাসেবকদের উদ্যোগে এই ক্যাম্পাসকে কেন্দ্র করে আরো প্রসারিত হয়েছে বিদ্যামন্দিরের NSS বিভাগের এই সেবার কর্মকাণ্ড। বিগত বছরগুলিতে এই ক্যাম্পাস থেকে স্থানীয় দু:স্থ মানুষের জন্য পরিচালিত হয়েছে একাধিক সচেতনতা কর্মসূচি, স্বনির্ভরতা মূলক প্রশিক্ষণ কর্মসূচি, স্বাস্থ্য শিবির, যুব শিবির, ত্রাণবন্টন এবং ছাত্র-ছাত্রী ও প্রশিক্ষকদের জন্য মূল্যবোধ বিষয়ক আলোচনা সভা।