অনশ্বর আধ্যাত্মিক ঐতিহ্য থেকে উন্মীলিত কালোত্তীর্ণ দর্শন এবং অবিনাশী আদর্শ কখনই ভাবনার জগতে সীমাবদ্ধ থাকে না। কালচক্র বেয়ে ক্রমে তা একটি জীবন্ত শক্তিতে পরিণত হয়। যা ধীরে ধীরে বাস্তবায়িত হয়ে একদিন পূর্ণত্ব লাভ করে।
আজকের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির প্রকৃতপক্ষে স্বামী বিবেকানন্দের এমনই এক কালোত্তীর্ণ ভাবনার বাস্তব রূপায়ন। ১৮৯৮ সালে স্বামী বিবেকানন্দ এমন এক বিদ্যাপীঠের স্বপ্ন দেখেছিলেন, যেখানে প্রাচ্যের প্রাচীন ‘গুরুকূল’ প্রথার আদর্শ এবং প্রতীচ্যের আধুনিক বিজ্ঞানচেতনা একই ভূমিতে মিলিত হবে। তাঁর সেই মহান দর্শনের আলোকে রামকৃষ্ণ মিশন (বেলুড় মঠ)-এর কর্তৃপক্ষ ১৯৪১ সালে সারদাপীঠের তত্ত্বাবধানে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের প্রতিষ্ঠা করেন।