নেতাজী সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক বাড়িতে গড়ে ওঠা সামগ্রিক শিক্ষা কর্মসূচির প্রধান লক্ষ্য হল এমন এক শিক্ষাব্যবস্থা আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা যাতে তারা যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় পারদর্শী হবে তাই নয়, একই সাথে তাদের মধ্যে ব্যবহারিক দক্ষতারও বিকাশ ঘটবে। তারা কর্মসংস্থানের পথ খুঁজে পাবে। জীবন সংগ্রামে সামিল হতে পারবে। নৈতিক ও চারিত্রিক গুণাবলীর যথার্থ উৎকর্ষ সাধনের মাধ্যমে তাদের মধ্যে পরিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটবে ও অন্তর্নিহিত পূর্ণত্বের জাগরণ ঘটবে।
শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের উদ্দেশ্যে এই শিক্ষাকেন্দ্র থেকে পরিচালিত হচ্ছে সংস্কৃতি ও শিক্ষামূলক নানান ধরনের কোর্স ও ইন্টার্নশিপ প্রোগ্রাম। অনেক ক্ষেত্রেই এগুলি কর্মসংস্থানমুখী। এর পাশাপাশি শিক্ষকদের জন্যও থাকছে নানান ধরনের টিচার ট্রেনিং প্রোগ্রাম। এছাড়া এখান থেকে বছরের বিভিন্ন সময় আয়োজিত হচ্ছে নানান বিষয়ের উপর মোটিভেশনাল লেকচার, সেমিনার এবং ওয়ার্কশপ প্রোগ্রাম।
উন্নত মানের পরিষেবা, অত্যাধুনিক শিখন-সহায়ক উপকরণের ব্যবহার আর হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থী-কেন্দ্রিক এই বহুমুখী প্রতিষ্ঠানের শিক্ষা আগামী দিনের শিক্ষার্থীদের নতুন পথের দিশা দেখাতে বদ্ধপরিকর